ছাত্রদল নেতা হত্যা : আবুল হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতা হত্যা : আবুল হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতা কবির হোসেন রনি হত্যার অভিযোগে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

ছাত্রদল নেতা কবির হোসেন রনি হত্যার অভিযোগে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) নিহতের ছেলে আশিকুর রহমান আসিফ বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম পান্না ও বেঞ্চ সহকারী সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ওসি মনিরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, একই গ্রামের আব্দুস সাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল। 

মামলায় উল্লেখ করা হয়েছে, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ির বাসিন্দা আশিকুর রহমান আসিফের বাবা কবির হোসেন রনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর নবীনগর এলাকা থেকে কবির হোসেন রনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অমানুষিক নির্যাতন চালায়। ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আগৈলঝাড়া থানার বাইপাস মোড় এলাকায় রাস্তার ওপরে গুলি করে হত্যা করে সেটিকে ক্রসফায়ার বলে প্রচার চালানো হয়।

আসামিরা প্রভাবশালী হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। শুধু কবির হোসেন রনি নয় আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে ১৯৭৪ সালে সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র নজরুল, সদরুল ও সমরেশকে গুন্ডাবাহিনী দিয়ে হত্যার অভিযোগ আছে। ওই হত্যার সাক্ষী এখনো আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *