চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের দুই কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কলেজ দুটি হচ্ছে- শফিউর রহমান আইডিয়াল কলেজ এবং চক ঘাগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের দুই কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কলেজ দুটি হচ্ছে- শফিউর রহমান আইডিয়াল কলেজ এবং চক ঘাগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শফিউর রহমান আইডিয়াল কলেজ এবং চক ঘাগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন করে মোট দুইজন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুইজনই অকৃতকার্য হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতুর পাশে দুটি চাটাইয়ের ঘর পানিতে ডুবে আছে। সেটিই শফিউর রহমান আইডিয়াল কলেজের স্থাপনা বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, শেখ হাসিনা সেতুর পাশে একটি ঘরের দুই রুম ভাড়া করে কলেজের কার্যক্রম চলছিল। পরে ওই স্থানে (শেখ হাসিনা সেতুর পাশে) চাটাইয়ের বেড়া দিয়ে কলেজটি চালু করছিল। কিন্তু চালু করার আগেই নদীর পানিতে কলেজটির স্থাপনা ডুবে গেছে।
শফিউর রহমান আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো. শফিউর রহমান বলেন, আমাদের কলেজটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এছাড়া আমাদের কলেজে এনটিআরসি থেকে কোনো শিক্ষক দেওয়া হয়নি এবং আমরা সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা পাইনি। কিছু গরিব মানুষের ছেলেরা এখানে পড়ালেখা করে। এবার শতভাগ ফেল করলেও সামনে শতভাগ পাস করবে বলে জানান তিনি।
তবে চক ঘাগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, শফিউর রহমান আইডিয়াল কলেজটি আগে আমাদের অফিসিয়াল লিস্টে ছিল, কিন্ত বর্তমানে নাই। তাদের কার্যক্রম সম্পর্কে আমার জানা নেই। এছাড়া চক ঘাগড়ু কলেজটি স্কুলের সঙ্গে সংযুক্ত। তাই কলেজে অধ্যক্ষ নিয়োগে জটিলতা চলছে। কলেজেও তেমন ছাত্র নেই এবং পড়ালেখাও হয় না।
আশিক আলী/আরএআর