ভারতের প্রভাবশালী ও অন্যতম বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমিরিটাস রতন টাটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে নিশ্চিত করেছে দুটি সূত্র।
ভারতের প্রভাবশালী ও অন্যতম বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমিরিটাস রতন টাটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে নিশ্চিত করেছে দুটি সূত্র।
৮৬ বছর বয়সী রতন টাটা গত সোমবার জানান বয়স্কজনিত ও অন্যান্য স্বাস্থ্যগত কারণে তিনি হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। ওই সময় পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান তিনি। তবে এক সপ্তাহ না পেরুতেই জানা গেল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার রতন টাটার সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য চাওয়া হলেও তার কোম্পানির পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।
১৯৯১ সালে রতন এন্ড সন্সের চেয়ারম্যান হন রতন টাটা। এরপর ২০১২ সাল পর্যন্ত কোম্পানিটির দায়িত্বে ছিলেন তিনি। প্রায় একশ বছর আগে তার প্রপিতামহ এই কোম্পানিটির যাত্রা শুরু করেছিলেন।
চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মটরস, টাটা স্টিল এবং টাটা কেমিকেলের সম্মানসূচক চেয়ারম্যান এমিরেটাসের পদ দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
এমটিআই