গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো করা চক্রান্তকারীদের গ্রেপ্তারে অভিযান

গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো করা চক্রান্তকারীদের গ্রেপ্তারে অভিযান

গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকদের জড়ো করার পেছনে চক্রান্তকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকদের জড়ো করার পেছনে চক্রান্তকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকদের জড়ো করা হয়েছিল। তাদের মধ্যে একজনও প্রতিবেশী দেশে প্রবেশ করেননি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুজব রটিয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এবং হাতীবান্ধা হাইওয়ে থানাও আছে।

সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব ধর্মাবলম্বীসহ সবার নিরাপত্তায় কাজ করছে বিজিবি। 

সফরে তার সঙ্গে ছিলেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। 

নিয়াজ আহমেদ সিপন/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *