গায়কদের মাদকের ব্যবহার নিয়ে যা বললেন শান

গায়কদের মাদকের ব্যবহার নিয়ে যা বললেন শান

ভারতের খ্যাতনামা সংগীতশিল্পী শান। একটা সময় প্লেব্যাক গায়ক হিসেবে জনপ্রিয়তার শিখরে ছিলেন এই গায়ক। তবে কখনোই মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা, বা নিজের ভাবনা ভাগ করে নিতে দ্বিধা করেননি শান।

ভারতের খ্যাতনামা সংগীতশিল্পী শান। একটা সময় প্লেব্যাক গায়ক হিসেবে জনপ্রিয়তার শিখরে ছিলেন এই গায়ক। তবে কখনোই মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা, বা নিজের ভাবনা ভাগ করে নিতে দ্বিধা করেননি শান।

সম্প্রতি, মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন শান। সেখানে তার প্রসঙ্গ ছিল সংগীতশিল্পীদের অ্যালকোহল ও ড্রাগের ব্যবহার নিয়ে।

শান জানান, অনেক সময় শিল্পীরা নিজেদের সৃজনশীলতা বাড়াতে অ্যালকোহল, ড্রাগের ব্যবহার করেন। যদিও এটার একেবারেই পক্ষপাতী নন শান। এ বিষয়ে নতুন শিল্পীদের সচেতন করেন তিনি। শানের কথায়, ‘সৃজনশীলতা বাড়াতে কিংবা অবসাদ দূর করার সমাধান কখনোই অ্যালকোহল কিংবা মাদক হতে পারে না।’ নতুন শিল্পীদের উদ্দেশে বলেন, ‘ক্যারিয়ারে পেশাদারিত্ব দেখান, কাজে মন দিন, খারাপ কিছুতে নির্ভরশীল হয়ে উঠবেন না।’

বহু শিল্পীর পারফরম্যান্সের আগে অ্যালকোহল গ্রহণের প্রবণতা প্রসঙ্গে শান বলেন, ‘পারফরম্যান্সের আগে অ্যালকোহল কিংবা মাদক সেবনের কী প্রয়োজন সেটা সত্যিই বুঝি না। যখন আপনি এক পেগ পান করে গান গাইতে শুরু করেন, তখন হয়ত সেটা দারুণ হয়। যখন আপনি ৪ পেগ পান করেগাইতে উঠবেন, তখন দেখবেন আপনিই গাইছেন, কেউ আর আপনার গান শুনছেন না।’

শান আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি ক্ষেত্রে অ্যালকোহল কিংবা ড্রাগ কখনোই সমস্যার সমাধান হতে পারে না। এগুলির ব্যবহার আদতে ক্ষতিই করে। মস্তিষ্কের কোষগুলিকে ড্যামেজ করে দেয়। এগুলি আসলেই চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এটি মানুষকে প্রতিবন্ধী করে তোলে, স্বাস্থ্যেরও ক্ষতি করে।’

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *