‌গণঅভ্যুত্থানের ফসল লুটেরারা যেন ধ্বংস করতে না পারে : সাইফুল হক

‌গণঅভ্যুত্থানের ফসল লুটেরারা যেন ধ্বংস করতে না পারে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেছেন, লুটেরারা এখনও তৎপর। কোনো অবস্থাতেই যেন তারা গণঅভ্যুত্থানের ফসল ধ্বংস করতে না পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেছেন, লুটেরারা এখনও তৎপর। কোনো অবস্থাতেই যেন তারা গণঅভ্যুত্থানের ফসল ধ্বংস করতে না পারে।

শনিবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমি আয়োজিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিবাদন/বর্তমান সংকটময় মুহূর্তে নতুন সরকারের কাছে জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দেশব্যাপী যে নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজ কোন মহল যাতে সরকারি বেসরকারি কোন স্থাপনায় হামলা, ভাঙচুরে ও লুটপাট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে প্রতিহিংসাত্মক কোনো তৎপরতায় লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতির সুযোগ নিয়ে এই নৈরাজ্য চলতে দিলে ছাত্র জনতার বিজয় নানাদিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। মনে রাখতে হবে লুটেরারা এখনও তৎপর। কোনো অবস্থায় যেন তারা গণঅভ্যুত্থানের ফসল লুটেরা যেন ধ্বংস করতে না পারে।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে দেশকে একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আনবে। দেশে অনেক কিছু এখন সংস্কারের  প্রয়োজন। সেই সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিলে জাতি ১৬ বছরের অভিশাপ মুক্ত হবে।

প্রজন্ম একাডেমির সভাপতি লেখক ও গবেষক কালাম ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা নূর আহমেদ, অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম মনিরুজ্জামান, বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের প্রেসিডেন্ট মির্জা ওয়ালিদ হোসাইন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী প্রমুখ।

ওএফএ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *