সড়কে খেলতে গিয়ে পানিতে ডুবে ১৫ বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে। হঠাৎ বৃষ্টির পানিয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়।
সড়কে খেলতে গিয়ে পানিতে ডুবে ১৫ বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে। হঠাৎ বৃষ্টির পানিয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়।
এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির চাণক্যপুরীতে। শুক্রবার ভারী বৃষ্টির ফলে রাজধানীর একাধিক এলাকায় পানি জমে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাস্তায় ওই কিশোর খেলছিল। টানা বৃষ্টির কারণে আচমকা রাস্তায় জমা পানির পরিমাণ বেড়ে স্রোতও বাড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে পারেনি কিশোর। পানির তোড়ে ভেসে যায় সেই কিশোর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, ভারী বৃষ্টির কারণেই এমন ঘটনা। পানির তোড়ে বেশ কিছু দূর ভেসে গিয়েছিল ওই কিশোর। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শুক্রবার সারা দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। ফলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে ডুবে যায়।
উল্লেখ্য, গত মাসে দিল্লির রাজেন্দ্রনগরে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির পানি ঢুকে ডুবে মৃত্যু হয় তিন শিক্ষার্থীর। বেসমেন্টের লাইব্রেরিতে ছিলেন তারা। বৃষ্টির পানির তোড়ে আচমকা ভেঙে গিয়েছিল বেসমেন্টের দরজা। পরে পানি ঢুকে পড়েছিল লাইব্রেরিতে। এই ঘটনা গড়িয়েছিল আদালতেও। কোচিং সেন্টারের মালিক-সহ একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এমএসএ