ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১টি মামলা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের এবং জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১টি মামলা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের এবং জরিমানা আদায় করা হয়।
২১টি মামলার মধ্যে ১৪টি মোটরসাইকেল, তিনটি ট্রাক, তিনটি পিকআপ ও একটি প্রাইভেটকার রয়েছে। এছাড়া অভিযানকালে গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহা. আহসান হাবীব জানান, মঙ্গলবার ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ২১টি মামলা দায়ের এবং ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খুলনা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্র্যাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ মিলন/পিএইচ