গতকাল সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করেছিলেন বাফুফে সভাপতি পদপ্রার্থী তাবিথ আউয়াল। আর আজ কোচদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করেন। এতে দেশের প্রায় সব শীর্ষ কোচরাই উপস্থিত ছিলেন।
গতকাল সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করেছিলেন বাফুফে সভাপতি পদপ্রার্থী তাবিথ আউয়াল। আর আজ কোচদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করেন। এতে দেশের প্রায় সব শীর্ষ কোচরাই উপস্থিত ছিলেন।
জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফেতে প্রায় এক দশক কাজ করার পর গত বছর মনোমালিন্য করে পদ ছেড়েছেন। তাবিথের আজকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ;কোচদের নিয়ে কখনো নির্বাচনের আগে বসেনি কেউ। আমাদের কথা তিনি শুনেছেন, তার ভাবনাও আমরা জেনেছি। ফুটবল উন্নয়নে কোচদের কোনো বিকল্প নেই।’
তাবিথ আউয়াল দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হলেও ফুটবলার পরিচয় তার কাছে বিশেষ। ফুটবলারদের কাছে কোচ অত্যন্ত গুরুতুল্য। সভাপতি প্রার্থী তাবিথ কোচদের সেই সম্মান দেখিয়ে বলেন, ‘কোচরা আমার কাছে সব সময় সম্মানের। তাদের কাছে কোনো আবদার করতে পারি, নির্দেশনা দেয়া যায় না। শুধু একটি আবদারই করেছি, খেলোয়াড় হিসেবে যেভাবে তারা আমাকে মাঠ থেকে তুলে বেঞ্চে বসিয়ে দিত, তেমনিভাবে ফেডারেশনের সভাপতি হিসেবে পারফর্ম করতে না পারলে তারা যেন একই আচরণ আমার সঙ্গে করে।’
কোচদের সঙ্গে মত বিনিময় করতে পেরে বেশ খুশি বাফুফের সভাপতি পদপ্রার্থী। তিনি বলেন, ‘গতকাল খেলোয়াড়দের সমর্থন পেয়েছি, আজ কোচদের পেলাম। ফুটবলার ও কোচদের সমর্থন নিয়েই আমি আগামীকাল মনোনয়ন পত্র জমা দেব। সভাপতি নির্বাচিত হতে পারলে কোচদের পরামর্শ নিয়েই ফুটবল অগ্রসর করব।’
তিন দিনে বাফুফে ৬২ মনোনয়নপত্র বিক্রি করেছে। আজ ও আগামীকাল মনোনয়ন পত্র জমার দিনক্ষণ। আজ সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো ফরম জমা পড়েনি। সিনিয়র সহ-সভাপতি পদে শুধু ইমরুল হাসান এবং ৮ জন সদস্য ফরম জমা দিয়েছেন।
এজেড/এইচজেএস