কৃষিগুচ্ছে প্রতি আসনে লড়বেন ২০ পরীক্ষার্থী, ১১ কেন্দ্রে পরীক্ষা

কৃষিগুচ্ছে প্রতি আসনে লড়বেন ২০ পরীক্ষার্থী, ১১ কেন্দ্রে পরীক্ষা

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ৯টি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে। ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী।

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ৯টি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে। ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী।

সময়সূচি অনুযায়ী— শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এই ৯টির মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ৮টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। এছাড়া উপকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর। ভর্তি কার্যক্রম চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। আশা করছি বিশাল এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

আরএমএন/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *