কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর লাভলু শাহীন আলমের সহযোগী। তার বাড়ি উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারি পাড়ায়।
জানা গেছে, শাহীন আলম শনিবার তার শাহীন আলম নামক ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবি করেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু করেন স্থানীয় মুসলিম জনতা ও শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জুয়েল রানা/আরকে