কাউন্টডাউন শুরু: ৫৯-এ শাহরুখ, সেজে উঠলো মান্নাত

কাউন্টডাউন শুরু: ৫৯-এ শাহরুখ, সেজে উঠলো মান্নাত

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২ নভেম্বর, শাহরুখ খান ভক্তদের কাছে উৎসবের দিন। গোটা মুম্বাইজুড়ে এদিন চলতে থাকে কিং খানের জন্মদিনের উদযাপন। 

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২ নভেম্বর, শাহরুখ খান ভক্তদের কাছে উৎসবের দিন। গোটা মুম্বাইজুড়ে এদিন চলতে থাকে কিং খানের জন্মদিনের উদযাপন। 

এখানেই শেষ নয়, পাশাপাশি গোটা দেশজুড়ে নানা ফ্যান ক্লাব আয়োজন করে শাহরুখ খানের জন্মদিনের পার্টি। কিং খানকে এই বিশেষ দিনে কাছ থেকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্তরা হাজির হয়ে যান নায়কের বাড়ি মান্নতের সামনে। 

২ নভেম্বর অর্থাৎ আগামী শনিবার সেই দিন। তার আগেই এবার পড়ে গেছে দীপাবলি। সেই উপলক্ষ্যেই সেজে উঠেছে শাহরুখের বাসস্থান। তবে কেবল দীপাবলি নয়, কিং খানের জন্মদিন সেলিব্রেশনের জন্যও সাজানো হল মান্নতকে।

সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শাহরুখ খানের বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমিয়ে থাকেন। মধ্যে রাতে চলতে থাকে সেলিব্রেশন। শাহরুখের গান থেকে শুরু করে শাহরুখের পোজ, সবই ভক্তরা এদিন সাজিয়ে রাখেন উপহারের তালিকায়। 

২০২৩ সালে ভক্তরা মিলে কিং খানের বাড়ির সামেন ঝুমে যো পাঠান গানে নাচ জুড়ে দিয়েছিলেন। যা দেখে গ্ল্যালারিতে দাঁড়িয়ে কিং খানও নিজেকে ধরে রাখতে পারেননি। নিজের সিগনেচার পোজের পাশাপাশি তিনি এই নাচের বেশ কিছু স্টেপেও পা মেলান সকলের সঙ্গে।

এবার শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন। প্রতিবারের মতো এবারও মোতায়েন থাকবে বহু পুলিশ। বিপুল সংখ্যক অনুরাগীদের সামাল দিতে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। এবারও তার ব্যতিক্রম থাকছে না। 

প্রতিবারই ঘড়ি ধরে রাত ১২টার পর শাহরুখ খান হাজির হন বাইরে। আর সেই মহেন্দ্রক্ষণের জন্যই মুখিয়ে থাকেন তার ভক্তরা। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে মান্নাতের সামনেই হাজির হন তারা। 

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *