কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ কলকাতার নির্মাতা

কপিলের শো-এ রবীন্দ্রনাথকে অপমান, ক্ষুব্ধ কলকাতার নির্মাতা

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে ব্যঙ্গ করার মাধ্যমে বিশ্বকবিকে অপমানের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গীতিকার ও নির্মাতা শ্রীজাত ব্যানার্জি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এক তীব্র প্রতিবাদ জানিয়ে নির্মাতা জানান, কবিগুরুর ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশালীন ঠাট্টা করার জন্য কপিল শো এর টিমকে ক্ষমা চাইতে হবে। তা না করলে এই নির্মাতা আইনি পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে ব্যঙ্গ করার মাধ্যমে বিশ্বকবিকে অপমানের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গীতিকার ও নির্মাতা শ্রীজাত ব্যানার্জি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এক তীব্র প্রতিবাদ জানিয়ে নির্মাতা জানান, কবিগুরুর ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশালীন ঠাট্টা করার জন্য কপিল শো এর টিমকে ক্ষমা চাইতে হবে। তা না করলে এই নির্মাতা আইনি পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শ্রীজাতের অভিযোগ, কপিলের একটি শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন। 

শ্রীজাত লিখেছেন, ‘সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন তিনি। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমন ভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু, ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ (ক্রুষ্ণা) অভিষেক যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।’

শ্রীজাত কপিল শর্মা শো-এর সঙ্গে জড়িত চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছেন। লিখেছেন, ‘সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এই পোস্ট লিখছি, এটাও জানিয়ে গেলাম। আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলি গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না-হলে আমি আইনের পথে হাঁটব।’

শ্রীজাতের এই পোস্টে এবং প্রতিবাদে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। তারাও এ ধরনের অপমানের তীব্র বিরোধিতা করেছেন।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *