কনসার্ট চলাকালীন ‘তওবা তওবা’ গায়ককে জুতা নিক্ষেপ!

কনসার্ট চলাকালীন ‘তওবা তওবা’ গায়ককে জুতা নিক্ষেপ!

কনসার্ট চলাকালীন জুতা নিক্ষেপ করা হয়েছে ‘তওবা তওবা’ খ্যাত পাঞ্জাবি গায়ক করণ আউজলার ওপরে। সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন এমন অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন এই গায়ক। 

কনসার্ট চলাকালীন জুতা নিক্ষেপ করা হয়েছে ‘তওবা তওবা’ খ্যাত পাঞ্জাবি গায়ক করণ আউজলার ওপরে। সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন এমন অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন এই গায়ক। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কনসার্ট চলাকালীন করণ আউজলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শকসারিতে থাকা কেউ একজন তার দিকে জুতা ছুড়ে মারে। যেটা সরাসরি গায়কের মুখে আঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে উঠে এসেছে কনসার্টের অনাকাঙ্খিত সেই চিত্র।

অপ্রত্যাশিত এই ঘটনার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান করণ। ভিডিওতে দেখা যায় গায়ক বলছেন, ‘থাকুন! কে ছিলেন? আমি আপনাকে মঞ্চে আসতে বলছি। এখনই ওয়ান টু ওয়ান করি।’

একপর্যায়ে অসম্মানজনক এই ঘটনায় হতাশা প্রকাশ করে করণ বলেন, ‘আপনি যে আমাকে জুতা দিয়ে আঘাত করেছেন, আমি কি এত খারাপ গান গাইছি।’

জুতা নিক্ষেপের সেই ঘটনার পর করণ আউজলা পারফরম্যান্স বন্ধ করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে ইভেন্টের নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে তৎক্ষণাৎ অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়ায় গায়ক আবার পারফর্ম করা শুরু করেন।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *