একসঙ্গে চার সিরিজের দল ঘোষণা করলো পাকিস্তান

একসঙ্গে চার সিরিজের দল ঘোষণা করলো পাকিস্তান

অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একইসঙ্গে চার সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে আলোচিত ঘটনা বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহর ফেরা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ফেরানো হয়েছে ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে। 

অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একইসঙ্গে চার সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে আলোচিত ঘটনা বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহর ফেরা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ফেরানো হয়েছে ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে। 

তবে অস্ট্রেলিয়া সফরের পর জিম্বাবুয়ে সফরের দলে নেই তিনজনের কেউ। এদিকে এই সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও কোন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। বাবর আজমের পদ ছাড়ার পর থেকে ফাঁকাই আছে সেই জায়গা। নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান সবচেয়ে এগিয়ে থাকলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তিনি আবার জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে নেই। 

সদ্য ঘোষিত পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া ফখর জামান এবং ইমাম-উল-হক কোনো স্কোয়াডে নেই। অন্যদিকে চুক্তিতে না থাকা পেসার মোহাম্মদ হাসনাইন রয়েছেন চারটি স্কোয়াডেই। পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন এই পেসার। 

 দল থেকে বাদ পড়েছেন দীর্ঘ দিন ফর্মে না থাকা অলরাউন্ডার শাদাব খান। বাঁহাতি লেগ স্পিনার সুফিয়ান মুকিমকে রাখা হয়েছে দুটি টি-টোয়েন্টি দলে। সাথে অফ স্পিন বোলিং অলরাউন্ডার কাসিম আকরাম রয়েছেন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে।

৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ে সিরিজ। ৪ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে। ৮ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর আয়োজিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। ২৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২৬ এবং ২৮ নভেম্বর আয়োজিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ এবং ৫ ডিসেম্বর মাঠে গড়াবে বাকি দুই টি-টোয়েন্টি।

ওয়ানডে : আমের জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি : আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকীম, উসমান খান।

ওয়ানডে : আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আয়ুব, সালমান আলী আঘা, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির। 

টি-টোয়েন্টি : আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা, সুফিয়ান মুকীম, তৈয়ব তাহির, উসমান খান।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *