ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা ও অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই হত্যাকাণ্ডের দায় কার, সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা ও অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই হত্যাকাণ্ডের দায় কার, সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলা হয়।
এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের দায় কার? ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর বাড়িঘর পুড়ে ছাই করে দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, মিডিয়া কি স্বাধীন? তাহলে হত্যাকাণ্ড আর জবাই করার নিউজ কোথায়?
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। তবে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দলীয় আপডেট দেওয়া হচ্ছে।
এমএসআই/এমএ