দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এসময় তারা ইসরায়েলের পতাকা পুড়িয়ে, পা দিয়ে মাড়িয়ে ক্ষোভ জানান।
দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এসময় তারা ইসরায়েলের পতাকা পুড়িয়ে, পা দিয়ে মাড়িয়ে ক্ষোভ জানান।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে বুয়েট শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এসময় ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি ও যুদ্ধে শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শুরুর আগে শিক্ষার্থীরা বুয়েটের প্রবেশপথে মাটিতে ইসরায়েলের পতাকা এবং দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি পেতে দেন। এসময় তারা পা দিয়ে পতাকা ও ছবি মাড়িয়ে যান।
এসময় শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘আমাদের পরাজয় বলতে কিছু নেই, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী’; ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’; ‘আমরা সবাই রাসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বুয়েট ২১ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ বলেন, আমরা শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি। কিন্তু আমরা সবসময়ই ভুল বলি। কারণ, ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্রই না। এই অবৈধ রাষ্ট্রটি যখন আমাদের ভাইদের উপর হামলা করে তখন আমাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়। তাদের হামলায় আমাদের একের পর এক নেতা শহীদ হচ্ছেন। আমরা আর কোনো নেতাকে হারাতে চাই না। আমরা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে দেখতে চাই।
তিনি বলেন, যে-সব রাষ্ট্রগুলো কথায় কথায় মানবাধিকারের কথা বলে, তারা ফিলিস্তিনের বিষয়ে চুপ থাকে। ফিলিস্তিনের হাসপাতাল-স্কুলে হামলা করলে তারা চুপ থাকে। আমরা তাদেরকে ধিক্কার জানাই।
আরেক মোহাম্মদ বিন শরীফ বলেন, আজকে ফিলিস্তিনের আকাশ-বাতাস আমাদের মা-বোনদের আর্তনাদে প্রকম্পিত হচ্ছে। বিমান থেকে ফেলা বোমার আঘাতে আমার ভাইয়েরা শহীদ হচ্ছেন। অবৈধ ইসরাইলকে বলতে চাই তোমাদের সময় ঘনিয়ে এসেছে। শিগগিরই তোমাদের পতন হবে ইনশাআল্লাহ৷
কেএইচ/এমএসএ