ইউএনওর বদলি প্রত্যাহার চাওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা

ইউএনওর বদলি প্রত্যাহার চাওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন শেষে যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন শেষে যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করেন পরিবহন শ্রমিকরা। হামলায় নেতৃত্ব দেন পরিবহন শ্রমিক জিয়া, শফিকুল, আলিম, খলিল ও ইউসুফসহ কয়েকজন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আসমাউল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আসমাউল ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদকে রোববার হঠাৎই বদলির আদেশ হয়। ইউএনওর এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষার্থীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাদের ওপর হামলা করে পরিবহন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা দুই ছাত্রীকে ইভটিজিং ও লাঞ্চিত এবং ছাত্রদের মারধর করে। এতে হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

এই ঘটনার ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান এবং বিষয়টি ইউএনওকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ জানান, দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে সড়ক ছেড়ে দেয়। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিজিৎ ঘোষ/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *