আসামে বাংলাদেশি গ্রেপ্তার

আসামে বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়ে বলেছেন, করিমগঞ্জ জেলায় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়ে বলেছেন, করিমগঞ্জ জেলায় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসাম পুলিশের জওয়ানরা করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। 

আসামের করিমগঞ্জ, কাছাড়, ধুবরি এবং দক্ষিণ সালমারা-মানকাচর জেলাগুলোর সাথে বাংলাদেশের ২৬৭ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখব। বাংলাদেশি ওই নাগরিকের নাম মুস্তাকিন ইসলাম বলে জানিয়েছেন তিনি।

করিমগঞ্জের সুতারকান্দিতে একটি সমন্বিত চেকপোস্ট (আইসিপি) রয়েছে। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মোট তিনটি আইসিপি রয়েছে। এর মধ্যে দুটি মেঘালয়ের ডাউকি ও আখাউড়ায় রয়েছে।

এর আগে, আসাম পুলিশের ডিজিপি জি পি সিং বলেছিলেন, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক নন এমন যেকোনও ব্যক্তির ভারতে প্রবেশ ঠেকাতে রাজ্য পুলিশ এবং বিএসএফ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে বাংলাদেশ থেকে ভারতীয় পাসপোর্টধারীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সূত্র: পিটিআই।

এসএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *