আবারও বড়পর্দায় সত্যজিতের ‘মহানগর’, কবে মুক্তি পাচ্ছে?

আবারও বড়পর্দায় সত্যজিতের ‘মহানগর’, কবে মুক্তি পাচ্ছে?

বড়পর্দায় ফিরে আসছে পুরোনো সিনেমা। কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা ‘মহানগর’ আবারও বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। প্রায় ৬১ বছর পর আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘মহানগর’। সত্যজিৎ রায়ের ‘মহানগর’ মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। এখন চলছে ২০২৪ মাঝে কেটেছে অনেকটা সময়। 

বড়পর্দায় ফিরে আসছে পুরোনো সিনেমা। কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা ‘মহানগর’ আবারও বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। প্রায় ৬১ বছর পর আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘মহানগর’। সত্যজিৎ রায়ের ‘মহানগর’ মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। এখন চলছে ২০২৪ মাঝে কেটেছে অনেকটা সময়। 

শহর বদলেছে, শহরের মানুষ বদলেছে কিন্তু কোথাও গিয়ে যেন সত্যজিতের সেই মহানগর এখনও জীবন্ত তিলোত্তমার অলিগলিতে। সত্যজিৎ রায়ের সেই কলকাতার নস্ট্যালজিয়াকে এই প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতেই ফের এই ছবির মুক্তির ভাবনা। 

ছবিটি মুক্তি পাচ্ছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ নবীনায়। এই সিনেমা হলের কর্ণধার নবীন চোখানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নতুন প্রজন্মের কাছে এই কালজয়ী সৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ।’

মহানগর সিনেমাটি ভারতের কলকাতা শহরের পটভূমিতে গড়ে ওঠা একটি সামাজিক সিনেমা যা মূলত একটি মধ্যবিত্ত পরিবারের জীবন এবং তাদের আর্থিক সংগ্রামের গল্পকে কেন্দ্র করে। সিনেমাটির কাহিনি নারীর ক্ষমতায়ন, পরিবারের আর্থিক চাপ এবং সামাজিক মূল্যবোধের জটিলতা নিয়ে গড়ে উঠেছে। চলচ্চিত্রের মূল চরিত্র, অরতি মজুমদার, একজন গৃহবধূ যিনি তার পরিবারের আর্থিক সংকট মোকাবিলা করতে চাকরি করতে শুরু করেন। 

তার স্বামী শুভেন্দু প্রথমে এটি মেনে নিতে পারেন না, কারণ সেই সময় সমাজে নারীদের বাইরে কাজ করা সহজভাবে গৃহীত হতো না কিন্তু অরতি তার চাকরির মাধ্যমে স্বাধীনতা এবং স্বনির্ভরতার অনুভূতি খুঁজে পান। সময়ের সাথে সাথে, পরিবারের মধ্যে উত্তেজনা এবং সামাজিক চাপে নানা ধরনের সম্পর্কের পরিবর্তন দেখা যায়।

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *