‘আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না‘

‘আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না‘

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ অক্টোবর) রাতে টিএন্ডটি পাড়া জমিদারবাড়ি দুর্গাপূজা মন্দির, টিএন্ডটি পাড়া সার্বজনীন মন্দির, সজ্জনকান্দা মধ্য পাড়া সার্বজনীন মন্দির, বড়পুল হরিতলা সার্বজনীন মন্দিরগুলো পরিদর্শন করেন।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের খোঁজ খবর নিচ্ছি। তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে যাতে করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক তাদের পাশে রয়েছি। তারেক রহমানের নির্দেশে আমরা পূজা শুরুর আগে জেলা বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলা অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের নেতা ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে বসেছিলাম। সেখানে আমরা তাদের কথা শুনেছিলাম। তাদেরকে আমরা সাহস দিয়েছি। কোনো দুষ্কৃতকারী কোনো ক্ষতি করতে পারবে না। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের সেই আশ্বাস দিয়েছি।

তিনি আরও বলেন, রাজবাড়ী সম্প্রতির শহর। আমরা আমাদের সম্প্রতি বজায় রাখব। দেশনায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু থাকবে না। আপনারা হিন্দু ভাইয়েরা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ও তৃতীয় শ্রেণির লোক ভাববেন না। আপনারা সংখ্যালঘু না। আমরা সবাই এক। আমরা একে অপরের ভাই, বন্ধু হয়ে থাকতে চাই।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে রয়েছি। রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়েছি। এছাড়া তাদের শারদীয় দুর্গা উৎসবের শুরু থেকেই আমরা তাদের সঙ্গে ছিলাম। আমরা জেলার প্রত্যকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের খোঁজ খবর নিয়েছি। আগামীকাল বিসর্জন পর্যন্ত আমরা পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখব। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলতে চাই আপনরা সংখ্যা লঘু না। আমরা আপনাদের সাথে আছি। কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সবেক পৌর মেয়র মো. তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রবিনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *