ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে পৌর শহরের সড়ক বাজারে মিছিল করে পথসভা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে পৌর শহরের সড়ক বাজারে মিছিল করে পথসভা করেন।
পথসভায় বক্তারা বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবৈধ আইন মন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোন মিটিং মিছিল করতে পারিনি। আখাউড়াতে আমাদের অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে।”
“এই অবৈধ মন্ত্রীর কারনে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারিনি।আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন।আমরা স্বৈরাচার সরকারের এই অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই।”
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরীসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, আজ বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌ-পথে ‘পালানোর সময়’ মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে প্রথমবার এমপি হন আনিসুল হক। ওই বছর তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
আওয়ামী লীগের পরের দুই সরকারেও তাকে একই দায়িত্বে রাখেন শেখ হাসিনা।
প্রতিনিধি/ এসএমডব্লিউ