আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

পুজার কেনাকাটার ভিড় উপচে পড়েছে কলকাতার নিউ মার্কেটে। দিনভরের বৃষ্টিতেও দমে যাননি সাধারণ মানুষ। পুজার দিন যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে এসপ্ল্যানেড, নিউ মার্কেটে ভিড় বাড়ছে। 

পুজার কেনাকাটার ভিড় উপচে পড়েছে কলকাতার নিউ মার্কেটে। দিনভরের বৃষ্টিতেও দমে যাননি সাধারণ মানুষ। পুজার দিন যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে এসপ্ল্যানেড, নিউ মার্কেটে ভিড় বাড়ছে। 

তবে বুধবার এই চত্বর সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের। বৃষ্টিস্নাত পথে ভিড়ের মাঝেই নাচতে দেখা গেল অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। নায়িকাকে ঘিরে রয়েছে রঙিন মুখের ভিড়।

কৌশানীর পরনে লাল শিফন শাড়ি, খোলা চুল। সাধারণ মানুষের ভিড়ে নিজের ছন্দে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই কেন শহরের ব্যস্ততম শপিং মার্কেটে কৌশানীর আবির্ভাব? সেখানেই এসে নাচলেন আর বাজিমাত করলেন ‘বহুরূপী’ অভিনেত্রী। 

বুধবার বিকেলে নিউ মার্কেট চত্বরে এক অভিনব রঙিন অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজা রিলিজ ‘বহুরূপী’র নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি’। যে গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। তিনিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বলাই বাহুল্য, কৌশানী মুখোপাধ্যায়ের নাচ দেখতে ভিড় একেবারে উপচে পড়েছিল সেখানে। অনেকেই মুঠোফোনে মুহূর্তবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর মার্কেটিং স্ট্র্যাটেজি যে বরাবরই প্রশংসনীয়, তা বলাই বাহুল্য। ‘বহুরূপী’ ছবির ক্ষেত্রেও তার অন্যথা হল না।

পুজার মৌসুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। গতবছর প্রথমবার পুজা রিলিজ উপহার দিয়েই সকলকে চমকে দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। এবার সেই পুজার মৌসুমেই রহস্য-রোমাঞ্চে ভরপুর আরেক ‘বহুরূপী’ নিয়ে আসছেন টলিপাড়ার হিট মেশিন জুটি।

নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। 

‘বহুরূপী’তে মারকাটারি মেজাজে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *