ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে হায়দরাবাদে। সেখানে আজ শনিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে লড়ছে টাইগাররা। এর মধ্যে জানা গেল আগামীকাল রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে হায়দরাবাদে। সেখানে আজ শনিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে লড়ছে টাইগাররা। এর মধ্যে জানা গেল আগামীকাল রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আজ বিসিবির পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আগামীকাল (রবিবার, ১৩ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। সফরকালে ক্রীড়া উপদেষ্টা দুপুর ১২টায় মিডিয়া কনফারেন্স করবেন।
যদিও ঠিক কী কারণে এই সফর করবেন তিনি, তা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগেও অবশ্য তিনি শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শন করেছিলেন। সেবারে দেখেছিলেন স্টেডিয়ামের অবকাঠামো।
আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে দেখলাম সব।’
এসএইচ/জেএ