আসর জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরেছে এইচপি।
আসর জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরেছে এইচপি।
আজ রবিবার (১৮ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।
১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল এইচপি। ১৯ বলে ১৮ রান করে জিশান আলম সাজঘরে ফিরলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তানজিদ তামিম ২৯ বলে করেন ৩৫ রান। তবে তিনে নেমে ব্যর্থ পারভেজ ইমন।
মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। আকবর আলি, শামিম হোসেন সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। আফিফও ১৮ রানের বেশি করতে পারেননি। তাছাড়া মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে এসেছে ২১ রান।
শেষদিকে রাকিবুল হাসান-রিপন মন্ডলরা চেষ্টা করেছেন। তবে তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাক উইন্টারকে হারায় স্ট্রাইকার্সরা। টম ও’কর্নেল এবং লিয়াম স্কটের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। টম করেন সর্বোচ্চ ৫৩ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পান রিপন।
এইচজেএস