৮ বলে ৩ উইকেট হারিয়ে এলোমেলো ভারত

৮ বলে ৩ উইকেট হারিয়ে এলোমেলো ভারত

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত। আগের দুই টেস্টের মতোই ভারতীয়রা এই ম্যাচেও স্পিনবান্ধব ফাঁদ পেতেছে। প্রথম ইনিংসে সফলও হয়েছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে মাত্র ২৩৫ রানে। এরপর দেখেশুনে খেলেও শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা!  

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত। আগের দুই টেস্টের মতোই ভারতীয়রা এই ম্যাচেও স্পিনবান্ধব ফাঁদ পেতেছে। প্রথম ইনিংসে সফলও হয়েছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে মাত্র ২৩৫ রানে। এরপর দেখেশুনে খেলেও শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা!  

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান। শুভমান গিল ৩৮ ও রিষাভ পান্ত ১ রানে অপরাজিত রয়েছেন। এখনও তারা কিউইদের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অধারাবাহিক রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ম্যাচেও দ্রুত ফিরেছেন। তবে হয়তো আফসোসটা বেশি থাকবে কোহলিরই। দিনের খেলা শেষ হওয়ার ৩ বল বাকি থাকতেই তিনি ফিল্ডারের হাতে বল রেখে দৌড়াতে গিয়ে রানআউট হয়েছেন।

যদিও কিউইদের অল্প পুঁজিতে আটকে দিয়ে ভারতের শুরুটা ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। তবে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিতের উদ্বোধনী জুটিতে ধাক্কা লাগে দলীয় মাত্র ২৫ রানে। ব্যাক অব লেংথে ফেলা ম্যাট হেনরির বলে রোহিত ক্যাচ দিয়েছেন সেকেন্ড স্লিপে। এর আগে ভারত অধিনায়ক ১৮ বলে ১৮ রান করেন। শুরুর ধাক্কা সামলে ৫৩ রানের জুটি গড়েন জয়সওয়াল ও শুভমান গিল। তবে এজাজ প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড হন জয়সওয়াল।

ভারতীয় এই ওপেনার আউট হন ১৭.২ ওভারে। সেই শুরু, ৮ বলের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসা মোহাম্মদ সিরাজ এজাজ প্যাটেলের প্রথম ডেলিভারিতেই এলবিডব্লু হয়ে যান। এরপর দিনের শেষ ওভারে কোহলি পাগলাটে দৌড় দেন ফিল্ডার বল ম্যাট হেনরির হাতে দিয়ে। সরাসরি থ্রোতে তিনি ভেঙে দেন ননস্ট্রাইক স্টাম্প, ফলে ৪ রানেই হতাশার বিদায় কোহলির। অথচ এরপর বাকি ছিল কেবল তিনটি বল। ৪ উইকেটে ৮৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলায় নামবে ভারত।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিউইরা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের স্পিন ঘূর্ণিতে আটকে যায় নিউজিল্যান্ড। দলীয় মাত্র ১৫ রানেই ওপেনার ডেভন কনওয়ে (৪) আকাশ দ্বীপের বলে এলবিডব্লু হয়ে যান। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন টম ল্যাথাম ও উইল ইয়াং। ল্যাথামকে বোল্ড করে সেই জুটি ভাঙেন সুন্দর। একইভাবে সুন্দরের সুইংয়ে স্টাম্প খোয়ান রাচিন রবীন্দ্রও (৫)। ৭২ রানেই ৩ উইকেট হারালেও নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে।

স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকা ড্যারিল মিচেল ও ইয়াং ৮৭ রান যোগ করেন কিউইদের স্কোরবোর্ডে। জাদেজার বলে আউট হওয়ার আগে টেস্টে নিজের অষ্টম ফিফটি তুলে নেন ইয়াং। ১৩৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় এই ডানহাতি ব্যাটার ৭১ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। কেবল একপ্রান্ত আগলে রাখেন ড্যারিল মিচেল। শেষদিকে আউট হওয়ার আগে তিনি ১২৯ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৮২ রান। এ ছাড়া আর কেউ বলার মতো রান করতে না পারায় কিউইদের ইনিংস থামে ২৩৫ রানে। কিউইদের ছয় ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়া সুন্দর শিকার করেন ৪ উইকেট। ১৪ ওভার বল করেও রবিচন্দ্রন অশ্বিন কোনো ‍উইকেটের দেখা পাননি।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *