৭৫ বছরে সবার এমন উদ্যোম আর দেখিনি : উপদেষ্টা ফারুক-ই-আজম

৭৫ বছরে সবার এমন উদ্যোম আর দেখিনি : উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, এটি একটি পরিবর্তিত বাংলাদেশ। বন্যাদুর্গতদের জন্য সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। প্রত্যন্ত অঞ্চলে আমি নিজেও শিক্ষার্থীদের কার্যক্রম দেখেছি। ৭৫ বছর জীবনে সবার মাঝে এমন উদ্যোম আর দেখিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, এটি একটি পরিবর্তিত বাংলাদেশ। বন্যাদুর্গতদের জন্য সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। প্রত্যন্ত অঞ্চলে আমি নিজেও শিক্ষার্থীদের কার্যক্রম দেখেছি। ৭৫ বছর জীবনে সবার মাঝে এমন উদ্যোম আর দেখিনি।

রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতির মূল্যায়ন এবং ত্রাণ তৎপরতা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, পরশুরামে তরুণ-যুবকরা পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের দৃশ্য আমার নজরে এসেছে। তারা সরকারি কোনো বরাদ্দ বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেননি। সবার পাশে দাঁড়িয়ে তরুণদের এ কর্ম উদ্যোম দেখে অভিভূত হয়েছি। দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এ পরিবর্তন এনেছেন। এটিকে আমরা হারাতে চাই না।

বর্তমানে স্ব-স্ব ক্ষেত্রে সবাই স্বাধীন উল্লেখ করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আগের মতো কোনো ভাই, দল বা প্রভাব নেই যেখানে তার সড়ক অথবা বাড়িতে আগে কাজ করে দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দুর্গতদের জন্য কাজ করতে হবে। মন্ত্রী এলে চাদর বিছিয়ে, ফুল নিয়ে বসে থাকতে হবে এমন কিছুও এখন আর নেই। আমরা এখন স্ব-স্ব ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। মেধাকে কাজে লাগিয়ে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক হলে কোনো শক্তি টিকে থাকতে পারে না। ৭১-এ আমরা এমন একটি সুযোগ পেলেও সেটি হারিয়েছি। এবারের সুযোগ হারাতে চাই না। এখন আপনাদের কাছে প্রযুক্তি, তারুণ্য ও মস্তিষ্কে বিচিত্র রকমের বুদ্ধি আছে। এ সংকট কাটিয়ে ওঠার জন্য সেগুলোকে সন্নিবেশিত করতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বন্যাদুর্গত এলাকায় যে-সব সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, তাদের উদ্যোমী করার জন্যই আমি সহকর্মী হয়ে এসেছি। মাঠ পর্যায়ের তিনদিন ধরে ঘুরে চিত্র দেখে বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করছি। এতে প্রধান উপদেষ্টারও নির্দেশনা আছে। আমাদের জীবনটি মর্যাদাপূর্ণ করতে চাই। অমর্যাদাপূর্ণ দাসত্বের জায়গায় আর ফিরে যেতে চাই না। দেশ সংস্কারের চেষ্টা চলছে। তবে একদিনে সেটি সম্ভব না। কোনো ক্ষেত্রে বৈষম্য বিরাজ করবে না। সরকার আর রাষ্ট্র কখনো একাকার হয়ে যাবে না৷

বাংলাদেশ মোটেও দরিদ্র নয় মন্তব্য করে এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো এমন আর কোনো দেশই হয় না। আমাদের মানব চেতনার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে এটি একটি দরিদ্র দেশ। কিন্তু আমরা মোটেও দরিদ্র না। আমাদের ছেলেরা বিদেশের বিভিন্ন জায়গায় কৃতিত্বের সঙ্গে কাজ করছেন। তারা দেশে কর্ম পরিবেশ পাননি বলে দেশত্যাগ করেছেন। এই ছেলেরা এখন আবার দেশে ফিরে আসবেন।

সভায় জেলা প্রশাসককে সমন্বয়ক করে স্থানীয়ভাবে বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের জন্য একটি কমিটি ঘোষণা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এতে সংশ্লিষ্ট সংস্থা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল, এনজিও, নারী প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, বিশেষায়িত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধি হিসেবে থাকবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইউনিসেফের চট্টগ্রাম ফিল্ড অফিসের চিফ মাধুরী ব্যানার্জি। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেক চৌধুরী/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *