টস শেষ পূরণ হয়েছে দুই অধিনায়কের চাওয়া। কয়েনের ভাগ্য যখন হেসেছে রোহিত শর্মার পক্ষে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন বোলিংয়ের। অপরদিকে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চাইছিলেন টসে জিতলে নেবেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দুই অধিনায়কের জন্যই কানপুরের টস তাই চাওয়া পূরণের পর্ব।
টস শেষ পূরণ হয়েছে দুই অধিনায়কের চাওয়া। কয়েনের ভাগ্য যখন হেসেছে রোহিত শর্মার পক্ষে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন বোলিংয়ের। অপরদিকে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চাইছিলেন টসে জিতলে নেবেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দুই অধিনায়কের জন্যই কানপুরের টস তাই চাওয়া পূরণের পর্ব।
তবে রোহিত শর্মা আগে বল করার সিদ্ধান্ত নিয়ে রেকর্ডবুকের পাতাটাই খুলতে বাধ্য করলেন যেন। রোহিতের বোলিংয়ের সিদ্ধান্তে কানপুর দেখেছে ছয় দশকের পুরোনো এক দৃশ্য। এ মাঠে কোনো অধিনায়ক টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক ঠিক ৬০ বছর পর।
কানপুরের গ্রিন পার্কে এর আগে হয়েছে ২৩ টেস্ট। এর মধ্যে শুধু ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। সেই ম্যাচটায় ছিল রানের বন্যা। শেষ পর্যন্ত খেলার ফলাফল ছিল ড্র।
এদিন রোহিত অবশ্য ৯ বছর আগের একটা স্মৃতিও ফিরিয়ে এনেছেন। ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়কের টসে জিতে ফিল্ডিং নেওয়ার সর্বশেষ ঘটনাটি ২০১৫ সালের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছিলেন বিরাট কোহলি। কাকতালীয় ভাবেই কি না সেই ম্যাচটিও ড্র হয়েছিল।
ভারত অধিনায়কের টস জিতে বোলিং নেয়ার পেছনে মূল কারণ বৃষ্টি। আগের রাতে বৃষ্টি হওয়ায় আজ টস হয়েছে এক ঘণ্টা দেরিতে। সেই সূত্রে টসে জিতে রোহিতের বক্তব্য, ‘আমরা বোলিং করব। পিচ নরম মনে হচ্ছে। আমাদের শুরুর সুবিধা নিতে হবে এবং তিন পেসারকে কাজে লাগাতে হবে।’
এর আগতে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, যা ছিল ওই মাঠে ৪৬ বছর পর টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর প্রথম ঘটনা। দুই টেস্টে ফলাফল আর মাঠের খেলা যাইই হোক না কেন, টস পর্ব যে ইতিহাসের গল্পটা বদলেছেন– এমন কিছুও খানিকটা বিরল।
জেএ