৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলা সেই শিক্ষিকা ছাগলনাইয়ায় বদলি

৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলা সেই শিক্ষিকা ছাগলনাইয়ায় বদলি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা ৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলায় বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা ৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলায় বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

তিনি সম্প্রতি ফেসবুকে ৫ আগস্টকে ‘নারীর অন্তর্বাস ও জামাতির পেচ্ছাপ দিবস’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দেন।‌

সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকার সহকারী অধ্যাপক। তিনি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে একটি খবরের ছবি পোস্ট করেন। ওই ছবিতে লেখা ছিল, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’।

পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস- রুমা সরকার, ১৮/১০/২০২৪’। যদিও এখন আর তার সেই ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত শনিবার দেওয়া এক পোস্টে রুমা সরকার লিখেছেন, ‘আপনারা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়কের মাথায় প্রস্রাব করলেন। আপনারা একজন মায়ের বয়সী নারীর ব্রা, পেন্টি নিয়ে নাচানাচি করলেন। গণভবন থেকে আপনারা চেয়ার, টেবিল, ফ্রিজ, টিভি, শাড়ি, গয়না, হাঁস মুরগি, পেঁয়াজ, কাঁচামরিচ, পাঙাস মাছ, লাউ শাক, থালা বাটি, টয়লেটের কমোট লুট করে নিয়ে গেলেন। আপনারা একজন মাতৃস্থানীয়ার শোবার ঘরের খাটে গিয়ে জুতাসহ শুয়ে পড়লেন! এসব সত্য। এসব ইতিহাস। আপনারা বাঙালির ইতিহাসের সূতিকাগার, ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি, যা কি-না জাতীয় মিউজিয়াম, সেটিকে পুড়িয়ে দিলেন। বাংলাদেশের জন্ম মানবেন, মুজিব মানবেন না! এটা সত্য। এটা ইতিহাস। আপনারা দেশসেবা করার সুযোগ পেয়েও দেশের উন্নয়ন নয়, ধর্মের লেবাসে ধর্মান্ধতা ছড়াচ্ছেন। এসব সত্য। এসব ইতিহাস।

এনএম/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *