৪ঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ

৪ঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ

প্রথম আলো

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

আকস্মিক বন্যায় ফেনীসহ ১২ জেলার অনেক এলাকা এখনো যোগাযোগবিচ্ছিন্ন। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

বন্যা পরিস্থিতি: যোগাযোগবিচ্ছিন্ন অনেক এলাকা

উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বর্ষণে সরকারি হিসাবে দেশের ১১টি জেলা বন্যাকবলিত। এগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এর বাইরে বন্যাকবলিত রাঙামাটি জেলায় পানি কমতে শুরু করেছে। এসব জেলায় প্রায় ৯ লাখ পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। বন্যায় তিন দিনে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কালবেলা

ওষুধ কোম্পানির ফাঁদে চিকিৎসা গবেষণা

ওষুধের বাজার ধরতে উৎপাদনকারী কোম্পানিগুলো এখন আর কমিশন বা দামি উপহার দিয়েই ক্ষান্ত হচ্ছে না। চিকিৎসকদের নামে গবেষণাপত্র তৈরি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করে দেওয়ার ফাঁদে ফেলছে তারা। অর্থের বিনিময়ে এসব কাজ করে দিতে গড়ে উঠেছে কিছু প্রতিষ্ঠানও।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন অধ্যাপক কালবেলাকে জানান, কয়েকটি বহুজাতিক ওষুধ কোম্পানি মূলত চিকিৎসকদের এ ধরনের সুবিধা দিয়ে থাকে। এসব ওষুধ কোম্পানির সহযোগিতা এবং স্নাতকোত্তর পর্যায়ের মেডিকেল ও পাবলিক হেলথ শিক্ষার্থীদের টাকার বিনিময়ে গবেষণার নামে কপি পেস্ট সুবিধা দিতে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে প্রমিস, রাইটিং এক্সপার্ট কনসালট্যান্সি ফার্ম, ‘রিসার্চ একাডেমি’ ‘দ্য স্পিয়ার’ ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চিকিৎসকদের মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে নিয়মিত বিজ্ঞাপন পাঠানো হয়।

কালের কণ্ঠ

ভয়াবহ বন্যায় অসহায় মানুুষের বেঁচে থাকার লড়াই

দেশের ১১ জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছে তারা। ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে আট লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার।

গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বন্যায় মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, ককক্সবাজারে তিন, চট্টগ্রামে দুই এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন করে রয়েছে।

এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে অনেক মানুষ।

বণিক বার্তা

সিন্ধু কমিশন ৬৪ বছর ধরে কাজ করছে সফলভাবে

সিন্ধু অববাহিকাকে ঘিরে হওয়া পানির হিস্যাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো ও দীর্ঘ সময় ধরে চালু থাকা আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি। ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ বা সিন্ধু জল চুক্তি নামে পরিচিত এ সমঝোতাটি ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়েছিল। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক।

অপরদিকে ১৯৭২ সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা এবং শান্তি চুক্তি’ সই হয়। এ চুক্তি অনুসারে যৌথ নদী ব্যবস্থাপনার জন্য গঠিত হয় যৌথ নদী রক্ষা কমিশন (জেআরসি)। তবে ৫২ বছর পার হলেও আন্তঃদেশীয় নদীগুলোর পানির সুষম বণ্টন নিশ্চিতে এ কমিশন তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। 

সমকাল

ডুবন্ত জনপদে স্বজনের সন্ধানে

সম্পদ, স্বপ্ন– সবকিছু তলিয়ে রয়েছে, ভেসেও গেছে বহু। কারও সঙ্গে নেই যোগাযোগ। বিভীষিকার রাত পেরিয়ে গতকাল শুক্রবার উঁকি দেয় সূর্য। দিনভর থেমে থেমে ছিল রোদ। সেই আলোতেই ভেসে ওঠে বিস্তীর্ণ ডুবন্ত জনপদ। যতদূর চোখ যায় বসতভিটার কোনো অস্তিত্ব নেই।

ফেনীর ফুলগাজীর নতুন মুন্সিরহাট ইউনিয়নের জগতপুর গ্রাম থেকে নৌকায় পাঁচজনকে উদ্ধার করে শহরে এনেছেন খালেদুর রহমান। তাঁর চোখেমুখে উদ্বেগ। মানুষের কষ্ট দেখে আসা যুবক বলেন, পানি ছাড়া কিছুই দেখা যায় না। মাঝেমধ্যে দু-একটা বাসার ছাদ ও টিনের চাল থেকে ভেসে আসছে কান্না-চিৎকার। কিন্তু তাদের উদ্ধার করার মতো নৌযান নেই। ক্ষুধার্ত শিশুর কান্না দেখে নিজেকে ধরে রাখা কঠিন।

মানবজমিন

৪ঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ

শেখ হাসিনা কখন, কীভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা-কল্পনা। সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি। শেখ হাসিনাও নিশ্চুপ। তবে নানা সূত্রে জানা যায়, ৪ঠা আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন- ছাত্র আন্দোলন এমন একপর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব।

সূত্র বলছে, ৪ঠা আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগে সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায়।

দেশ রূপান্তর

রাষ্ট্রের ৫ খাতে সংস্কার বিএনপিও চায়

রাষ্ট্রের প্রায় সব খাতেই সংস্কার আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা। তবে তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম এ পাঁচটি খাতকে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন।

বিএনপির মতে, বিনা ভোটে চার দফায় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। তাই সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে এসব সেক্টরে সংস্কার আনতেই হবে। সেটি করা সম্ভব না হলে মানুষের মধ্যে আস্থার সংকট থেকে যাবে।

আজকের পত্রিকা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ৬ জনের চক্রে হাপিস ৫০০ কোটি

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের জরুরি প্রয়োজন মেটানোর জন্য রাখা অর্থ অনুমোদন ছাড়াই খরচ, বাড়তি ব্যয়ে সড়ক নির্মাণ এবং গোপনে প্রকল্পের পরিত্যক্ত লোহা (স্ক্র্যাপ) বিক্রির মাধ্যমে এই অর্থ লোপাট করেছে একটি চক্র।

ছয়জনের এই চক্রের নেতৃত্বে ছিলেন বিদ্যুৎকেন্দ্রটির মালিক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম। এ নিয়ে গত মে মাসে একটি অভিযোগও জমা পড়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। এ ছাড়া আজকের পত্রিকার নিজস্ব অনুসন্ধানেও অভিযোগের সত্যতা মিলেছে।

এছাড়া এবার মামলার আসামি ফেরদৌস-সাকিব; দাবি-দাওয়ার বিস্ফোরণ; দেয়ালচিত্র / নতুন বাংলাদেশের অঙ্গীকার; ১২ জেলার বন্যায় কাঁদছে সারা দেশ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *