২০২৩ সা‌লে বাংলা‌দে‌শিদের জন্য ১০ লা‌খ ভিসা ইস্যু ক‌রে‌ছে সৌ‌দি

২০২৩ সা‌লে বাংলা‌দে‌শিদের জন্য ১০ লা‌খ ভিসা ইস্যু ক‌রে‌ছে সৌ‌দি

২০২৩ সা‌লে বাংলা‌দে‌শি কর্মী‌দের জন্য ১০ লা‌খের বে‌শি ভিসা ইস্যু ক‌রে‌ছে ঢাকায় সৌ‌দি আর‌বের দূতাবাস।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৪তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা‌দে‌শে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তি‌নি ব‌লেন, সৌদি আরবে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দুই দেশেরই অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা সৌদি আরবের ভিশন ২০৩০- এর  অংশীদার হতে আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক বন্ধন ও অংশীদারত্ব তৈরি হয়। তারপর থেকেই দুই দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে।

বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহ্বান জানান তৌ‌হিদ হো‌সেন। তি‌নি বলেন, বাংলাদেশে বিনিয়োগের খুব ভালো সুযোগ রয়েছে। সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হতে পা‌রে।

সৌদির রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশি কর্মীদের জন্য আমরা গত বছর ১ মিলিয়নেরও বেশি ভিসা ইস্যু করেছি। এছাড়া এ বছর ৮৫ হাজার বাংলাদেশি হজ করেছেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব ভিশন- ২০৩০ ঘোষণা করছে। সে অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন চলছে। বাংলাদেশ ও সৌদি আরব দুইটি ভ্রাতৃপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে গভীর পারস্পারিক সম্পর্ক বিদ্যমান। সৌদি আরবে ৩.২ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তারা দুই দেশেই অবদান রাখছেন।

আগামী দিনে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার কর‌ার বিষ‌য়ে আগ্রহ প্রকাশ ক‌রেন সৌ‌দি রাষ্ট্রদূত।

এনআই/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *