১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি বিএনপি নেতার

১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি বিএনপি নেতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় বিভিন্ন সেক্টর থেকে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় বিভিন্ন সেক্টর থেকে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবে উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন সিকদার। তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মুফতি হাবিবুর রহমান কাল্পনিক কাহিনী সাজিয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার মনগড়া, মিথ্যা ও বানোয়াট। 

এসব বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আগামী সাত দিনের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। তাতে ব্যর্থ হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। 

উলটো হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন নিরীহ লোকজনের কাছ থেকে চেক জমা দিয়ে নগদ অর্থ আত্মসাৎ করার পালটা অভিযোগ করেন হুমায়ুন সিকদার।

তিনি বলেন, ৬ আগস্ট থেকে বিএনপি নেতারা জনতার উদ্যোগে কলাপাড়া পৌরসভা বাসস্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, পায়রা বন্দরসহ সব ঘাট দখলবাজ ও চাঁদাবাজ মুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, বিএনপি নেতা মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা যুবদলের সভাপতি, গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সেলিম সিকদার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসন খেলার মাঠে এক জনসভায় মুফতি মো. হাবিবুর রহমান বিএনপি নেতৃবৃন্দকে দায়ী করে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য রাখেন।

এসএম আলমাস/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *