১১ কোটি টাকার অবৈধ সম্পদ: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে মামলা

১১ কোটি টাকার অবৈধ সম্পদ: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে মামলা

প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট শরীফ মোহাম্মদের (হ্যাপী) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট শরীফ মোহাম্মদের (হ্যাপী) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। 

অন্যদিকে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার সম্পদের অসঙ্গতি পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

আরএম/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *