হাছান মাহমুদ, সাঈদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে চিঠি

হাছান মাহমুদ, সাঈদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে চিঠি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার স্ত্রী এবং সাবেক ডিআইজি প্রলয় কুমারের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার স্ত্রী এবং সাবেক ডিআইজি প্রলয় কুমারের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই নোটিশ পাঠিয়েছেন। 

একটি জাতীয় দৈনিকে হাছান মাহমুদের বেপরোয়া দখলবাজি, সাঈদ খোকন ও তার স্ত্রীর ২৩৮ কোটি টাকার সম্পদ এবং চার দেশের ৬ শহরে বাড়ি করেছেন এডিশনাল ডিআইজি প্রলয় কুমার প্রতিবেদনের কথা জানিয়ে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে এর অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে চিঠিতে।

চিঠিতে উল্লেখ করা ব্যক্তিদের নামে বিভিন্ন জাতীয় গণমাধ্যম দুর্নীতির প্রতিবেদন হয়েছে বলে রিগ্যান জানান। জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পরও কোনো অনুসন্ধান শুরু না করার কারণে দুদকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে বলে জানান।

আরএম/এমএইচডি/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *