সোমবার বিকেল ৩টার দিকে গণভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। এ সময় বিপ্লবের স্মারক হিসেবে গণভবনের অনেক জিনিসপত্র সাধারণ মানুষকে নিয়ে যেতে দেখা যায়। তার কিছু স্থির চিত্র এখানে দেওয়া হলো।
সোমবার বিকেল ৩টার দিকে গণভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। এ সময় বিপ্লবের স্মারক হিসেবে গণভবনের অনেক জিনিসপত্র সাধারণ মানুষকে নিয়ে যেতে দেখা যায়। তার কিছু স্থির চিত্র এখানে দেওয়া হলো।
সরকার পতনের আন্দোলনের সফলতার স্মারক হিসেবে গণভবন থেকে যে যার মতো করে জিনিসপত্র নিয়ে নিচ্ছেন। বিক্ষুব্ধ এই আন্দোলনকারী নিচ্ছেন মনিটর।
প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর ফাঁকা গণভবন। আন্দোলনকারীরা ঢুকে গণভবনের সোফা হাতে নিয়ে আনন্দ মিছিল করছেন। কেউ জাতীয় পতাকা উড়িয়ে করছেন উল্লাস।
গণভবনে প্রধানমন্ত্রীর পালা মুরগি নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। উপস্থিত সবাই হাসছেন বিজয়ের হাসি।
আন্দোলনকারীরা গণভবনে ঢুকে বিজয়ের প্রতীক হিসেবে হাতে করে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এই আন্দোলনকারী মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছেন।
গণভবনে প্রবেশ করে ছবি তুলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ দেওয়ালে বিভিন্ন লেখা লিখে করছেন প্রতিবাদ।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় চলা আন্দোলনের সফলতার স্মারক হিসেবে গণভবনের ফ্যান, টেবিল ও কম্বল নিচ্ছেন বিক্ষুব্ধরা।
গণভবনের কক্ষ ও জিনিসপত্র ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা।
গণভবনে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে চালান ভাঙচুর। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণভবনে থাকা লোকজনের ব্যবহত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছেন তারা।
গণভবন থেকে খাসি ও হাঁস নিয়ে বিক্ষুব্ধ জনতার মুখে বিজয়ের হাসি।