সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার দাবিতে এবি পার্টির ৭ দফা দাবি

সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার দাবিতে এবি পার্টির ৭ দফা দাবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যাত্রাবাড়ী থানা শাখা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যাত্রাবাড়ী থানা শাখা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় যাত্রাবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যাত্রাবাড়ী থানা কমিটির আহ্বায়ক সিএমএইচ আরিফের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শাহাদাতুল্লাহ টুটুল। বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু।

এসময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরের মহিলাবিষয়ক সম্পাদক আমেনা বেগম, যাত্রাবাড়ী থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তরসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ। এটিকে অবশ্যই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। তিনি এবি পার্টির নিম্নোক্ত সাত দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দাবিগুলো হলো–

১. সব ধরনের চাঁদাবাজি বন্ধ করুন, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাস টার্মিনাল, পাইকারি আড়ত ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে।

২. যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে।

৩. প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্ন যাত্রাবাড়ী নিশ্চিত করতে হবে।

৪. যাত্রীদের হয়রানি বন্ধ করতে হবে, যাত্রীসেবায় প্রত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্ন লোক নিয়োগ দিতে হবে।

৫. সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে, থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে।

৬. ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখতে হবে, হকারদের পুনর্বাসন করতে হবে।

৭. ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় নিহত সব শহীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করুন। অবিলম্বে শহীদদের স্মরণে যাত্রাবাড়ী থানার গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে।

ওএফএ/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *