সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত : মোদি

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত : মোদি

১০ বছরের ধারা বজায় রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতের বছরগুলোর মতো এ বছরও দীপাবলিতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দেশটির সেনাবাহিনীর সঙ্গেই কাটিয়েছেন তিনি।

১০ বছরের ধারা বজায় রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতের বছরগুলোর মতো এ বছরও দীপাবলিতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দেশটির সেনাবাহিনীর সঙ্গেই কাটিয়েছেন তিনি।

সেখান থেকেই দিয়েছেন কড়া বার্তা। মোদি বলেছেন, সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করতে পারে না ভারত। দেশ রক্ষার জন্য জনগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির ওপরে বিশ্বাস করে বলেও দাবি করেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মোদি। ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান তিনি। এই বছরে তিনি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দেখা করেন, তাদের মিষ্টিমুখ করান।

সীমান্তে দাঁড়িয়েই মোদি কড়া বার্তা দিয়ে বলেন, “এই দেশে এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই আমাদের সেনাকে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”

ভারতের শত্রুরা যখন ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেখে তখন তারা “তাদের অশুভ পরিকল্পনার শেষ দেখতে পায়” দাবি করে তিনি গুজরাটের কচ্ছ জেলার স্যার ক্রিকে বলেন, “ভারতের মানুষ আপনাদের কারণে তাদের দেশ নিরাপদ মনে করে; বিশ্ব যখন আপনাদের দেখে, তখন ভারতের শক্তি দেখে, শত্রুরা যখন আপনাদের দেখে, তারা তাদের অশুভ পরিকল্পনার পরিসমাপ্তি দেখতে পায়।”

ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন, আজ দেশে এমন একটি সরকার আছে যারা দেশের সীমানার এক ইঞ্চি জমি নিয়েও আপস করতে পারে না।

মোদি আরও বলেন, “আজ ভারত নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে আমাদের দেশ।”

এদিন কচ্ছের লাকি নালার কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মিষ্টিমুখ করান মোদি। গুজরাটের স্যর ক্রিকে নজরদারি ও টহল অত্যন্ত কঠিন, সেখানে প্রতিনিয়ত নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদও জানান তিনি।

টিএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *