কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পালপাড়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পালপাড়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পূজা চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকার পূজামণ্ডপ বিজিবি টহল দলের নজরদারিতে থাকবে।
মো. জুয়েল রানা/এমজেইউ