সামাজিক মাধ্যমের আসক্তি কাটাতে বই কার্যকর উপকরণ : আজহারী

সামাজিক মাধ্যমের আসক্তি কাটাতে বই কার্যকর উপকরণ : আজহারী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টেবর) থেকে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টেবর) থেকে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

চিন্তার দক্ষতা ও কল্পনাশক্তি বাড়াতে ইসলামি বইমেলায় যাওয়ার আহ্বান মাওলানা মিজানুর রহমান আজহারী। গতকাল মঙ্গলবার (২২ অক্টেবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমের পূর্ব গেইটে আজ থেকে শুরু হয়েছে ‘ইসলামি বইমেলা-২০২৪’। এবারের বইমেলা আগের চেয়ে কিছুটা বড় পরিসরে সাজানো হয়েছে।

চিন্তার দক্ষতা ও কল্পনাশক্তি বাড়াতে ইসলামি বইমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বই মনের জানালাকে প্রশস্ত করে। চিন্তার দক্ষতা বাড়ায়। কল্পনাশক্তিকে শাণিত করে। বই পড়ে পৃথিবীর বিভিন্ন লেখকের সাথে অথবা ভিনদেশী চিন্তা ও সভ্যতার সাথে আমরা খুব সহজেই ইন্টারেক্ট করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কাটাতে, ছাপা বই একটি কার্যকর উপকরণ।

বই উপহার দিতে উৎসাহিত করে তিনি বলেন, বইমেলায় আসুন। বই কিনুন। বই পড়ুন। প্রিয়জনদের বই উপহার দিন।

প্রসঙ্গত, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় মোট ১৫১টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে দেওয়া হবে ৩৫ শতাংশ কমিশন।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *