ঝিনাইদহের সরিষাঘাটায় সাপের কামড়ে মহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সাপে কামড়ালেও সন্ধ্যা ৭টার দিকে মহিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের সরিষাঘাটায় সাপের কামড়ে মহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সাপে কামড়ালেও সন্ধ্যা ৭টার দিকে মহিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মহিদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা গ্রামের মাঠপাড়ার মজনু শেখের ছেলে।
মহিদুল ইসলামের ভাবি রানি ঢাকা পোস্টকে বলেন, মহিদুল সরিষাঘাটা বাজারে কাঁচামালের আড়তে কাজ করতো। সকাল ১০টার দিকে কাজ করার সময় সাপে কামড় দেয়। পরে বাড়িতে আসলে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার (কবিরাজ) কাছে নিয়ে ঝাড়ফুঁক করেন। সন্ধ্যার আগে অবস্থার অবনতি হলে তখন আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ ঢাকা পোস্টকে বলেন, আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আফজালুল হক/আরএআর