সাকিবের দলে ডাক পেলেন হৃদয়

সাকিবের দলে ডাক পেলেন হৃদয়

বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতাই টি-টেন লিগও জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে

বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতাই টি-টেন লিগও জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে আবুধাবি টি-টেন লিগ। আর সেই লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। তরুণ এই ক্রিকেটার মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের হয়ে। 

Big Signing AlertTawhid Hridoy is ready to win the হৃদয় of Bangla Tigers fans #BanglaTigers #AbuDhabiT10League #T10League #CricketsFastestFormat #TawhidHridoy #BangladeshCricket

আর এই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া তারকা ক্রিকেটার রশিদ খানও রয়েছেন একই দলে। হৃদয়ের এটিই প্রথম কোনো টি-টেন টুর্নামেন্ট। গতকাল প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স। 

এর আগে বিপিএল ছাড়াও ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।

বাংলা টাইগার্স ইতোমধ্যে দলে নিয়েছে সাকিব আল হাসান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ এবং দিনেশ কার্তিককে। গেল আসরের দল থেকে তারা রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হযরতউল্লাহ জাজাইকে। 

এসএইচ/এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *