রাঙামাটির সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি। জেলা প্রশাসনের কোর কমিটি থেকে এই কমিটি গঠন করে দেওয়া হয়।
রাঙামাটির সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি। জেলা প্রশাসনের কোর কমিটি থেকে এই কমিটি গঠন করে দেওয়া হয়।
সহিংসতার ঘটনায় সরকারি অফিস, ব্যাংকসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে বলে জানিয়েছে কমিটি।
কমিটির দেওয়া তথ্যানুযায়ী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভবনে রাখা নয়টি গাড়ি, বনরূপা বাজারে একটি মাইক্রোবাস, কালিন্দীপুরে দুটি মাইক্রোবাস, ১০টি মোটরসাইকেল, নয়টি গাড়ি, ছয়টি সিএনজি অটোরিকশা, ছয়টি ট্রাক, তিনটি বাস, দুইটি টু স্ট্রোক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর হয়েছে ৮টি ব্যাংকে। এ ছাড়া ১৮টি বাড়ি, ৮৯টি ব্যবসাপ্রতিষ্ঠান, ৮৫টি ভাসমান দোকান, ২টি ডায়াগনস্টিক সেন্টার, একটি মসজিদ, একটি বৌদ্ধবিহার ও একটি আসবাবের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ট্রাফিক বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ক্ষতিপূরণ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এতে মোট নয় কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি তালিকা তৈরি করে তা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সহিংসতায় মোট ৯ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।
মিশু মল্লিক/এমএ