সন্ত্রাস-নির্যাতনকারীদের তালিকা করবে বিএনপি : সরোয়ার

সন্ত্রাস-নির্যাতনকারীদের তালিকা করবে বিএনপি : সরোয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে আর কাউকে দুর্বৃত্তায়ন করতে দেওয়া হবে না। যারা দখল-সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে তাদের তালিকা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে আর কাউকে দুর্বৃত্তায়ন করতে দেওয়া হবে না। যারা দখল-সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে তাদের তালিকা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে বরিশাল সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়, জনগণের জানমালের নিরাপত্তায় আয়োজিত সম্প্রিতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরোয়ার বলেন, শেখ হাসিনা পালিয়েছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানুষের জন্য জেল খেটেছেন। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতিতে ক্ষমতা দখলে রেখেছিল হাসিনা। ১৫ বছর দেশটা ধ্বংস করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এখন গুপ্ত হত্যা, লুটপাট করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। গুপ্ত হত্যা, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন প্রতিহত করে দিতে হবে।

সমাবেশকে কেন্দ্র করে নগরীর সদর রোড থেকে কালী বাড়ি রোড পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ হাসান, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন ও রফিকুল ইসলাম শাহিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ বিএনপির মহানগর ও জেলার বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময়ে সরোয়ার সাংবাদিকদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলেন, দেশের কোনো গণমাধ্যম বন্ধ থাকবে না। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে সবাই সহায়তা করবে। শিক্ষার্থীদের হাত ধরে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভবিষ্যৎ আমরা নষ্ট করতে চাই না। কারো তাবেদারিতে আর বাংলাদেশ থাকবে না। এখন সময় এসেছে দেশকে নতুন করে সাজানোর।

এসময়ে বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *