সচিবালয়ে সংগঠিত হচ্ছে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ে সংগঠিত হচ্ছে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা

আওয়ামী সরকারের পতনের পর এবার নড়েচড়ে বসেছে সচিবালয়ের বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে জরুরি এক আলোচনা সভায় নতুন করে সংগঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে সরকারপন্থিদের হুঁশিয়ারি উচ্চারণ করেন এত বছর ধরে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তারা।

আওয়ামী সরকারের পতনের পর এবার নড়েচড়ে বসেছে সচিবালয়ের বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে জরুরি এক আলোচনা সভায় নতুন করে সংগঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে সরকারপন্থিদের হুঁশিয়ারি উচ্চারণ করেন এত বছর ধরে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

সচিবালয়ে পদবঞ্চিত কর্মকর্তারা বলেন, আমরা আজ একটি বাস্তবতার কথা বলতে চাই। গত নির্বাচন এবং চারদিন আগেও দেখেছি আপনারা অনেকেই দালালি করেছেন। সরকারি এমপি-মন্ত্রীদের পিছু পিছু ঘুরেছেন। আজকের এই আলোচনায় এমন সুবিধাভোগী কোনো কর্মকর্তা কর্মচারী থাকলে বের হয়ে যান। যদি এমন কেউ থাকেন তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন এই ১৫ বছরে আপনারা কি করেছেন। তা না হলে আপনাদের কিছু হয়ে গেলে সে দায় আমরা নেবো না।

তারা বলেন, এ আন্দোলনে যারা নিহত হয়েছে, যেসব ছাত্র ভাইয়েরা আত্মত্যাগ করেছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা জীবন দিয়ে আমাদের মুক্তি দিয়ে গেছে। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা চাই না। যারা প্রাণ দিয়ে এই দেশেরে স্বাধীনতা এনেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আগামীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম সরিয়ে এই মুক্তিযোদ্ধাদের নাম লেখা হবে।

তারা আরও বলেন, আমরা এতদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলাম। অনেক মেধাবী কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে চাপিয়ে রাখা হয়েছে। অবিচার করা হয়েছে।

এমএম/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *