বাইসাইকেলসহ থানার সামনে পাওয়া শিশু সোহানকে (১১) পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ। কিন্তু শিশুটি তার পরিবারের ঠিকানা কোথায় তা জানে না। সে শুধু বলছে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঠিকানা বলতে না পারার কারণে শিশুটি বাড়ি ফিরতে পারছে না।
বাইসাইকেলসহ থানার সামনে পাওয়া শিশু সোহানকে (১১) পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ। কিন্তু শিশুটি তার পরিবারের ঠিকানা কোথায় তা জানে না। সে শুধু বলছে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঠিকানা বলতে না পারার কারণে শিশুটি বাড়ি ফিরতে পারছে না।
রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
এতে বলা হয়, নাম. সোহান, বয়স অনুমান ১১ বছর। ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে। বেগমগঞ্জ থানার সামনে একটি বাইসাইকেলসহ ছেলেটিকে পাওয়া গেছে। ঠিকানা বলতে পারছে না। বেগমগঞ্জ থানায় যোগাযোগের মোবাইল নম্বর- 01320111007
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, ছেলেটি বেড়াতে এসেছে নানা বাড়িতে। সাইকেল চালিয়ে সম্ভবত হারিয়ে গেছে। আমরা তার পরিবারের কাছে ফেরার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছি যেন সে পরিবারের কাছে ফেরত যেতে পারে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমরা চাই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যাক। তাই গণমাধ্যমে বিজ্ঞপ্তি ও ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন স্থানে যোগাযোগ করছি।
শিশুটির প্রকৃত ঠিকানা ও পরিবারের খোঁজ পেলে বেগমগঞ্জ মডেল থানার 01320111007 মোবাইল ফোনে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।
হাসিব আল আমিন/এমএসএ