শান্তিপূর্ণ পরিবেশের সুযোগে দুষ্টচক্র যেন বিশৃঙ্খলা করতে না পারে

শান্তিপূর্ণ পরিবেশের সুযোগে দুষ্টচক্র যেন বিশৃঙ্খলা করতে না পারে

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, সরকারের পক্ষ থেকে পরামর্শ থাকবে, এই শান্তিপূর্ণ পরিবেশের সুযোগে কোনো দুষ্টচক্র যেন বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটাতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষকে সতর্কতা ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের আলামত বা শঙ্কা থাকলে অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে আমাদের এ বিষয়টি নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, সরকারের পক্ষ থেকে পরামর্শ থাকবে, এই শান্তিপূর্ণ পরিবেশের সুযোগে কোনো দুষ্টচক্র যেন বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটাতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষকে সতর্কতা ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের আলামত বা শঙ্কা থাকলে অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে আমাদের এ বিষয়টি নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির, বাজারের শ্রী শ্রী লক্ষী মন্দিরসহ জেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিএসএ মহাপরিচালক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এনসিএসএ মহাপরিচালক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। আগামীকাল (শুক্রবার) শরীয়তপুর ও পরের দিন মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতারা, জেলার পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপনের ক্ষেত্রে মণ্ডপগুলোতে নিরাপত্তার সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়েছি। মানিকগঞ্জে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা ঘটার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।

মানিকগঞ্জে গত বছরের তুলনায় পূজামণ্ডপের সংখ্যা কমেছে ৬১টি। তবে জেলায় ৫১৪টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় ৬০০ সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আনসার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে মানিকগঞ্জ পৌরসভার ৩৪টি পূজামণ্ডপসহ জেলার ১০০টির বেশি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির সভাপতির আফরোজা খান রিতা। জেলা বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোহেল হোসেন/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *