লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত আসতে হলে জরিমানা দিয়ে ফিরতে হবে।
লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত আসতে হলে জরিমানা দিয়ে ফিরতে হবে।
লেবাননের স্থানীয় সময় রোববার (১৩ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈরুত দূতাবাস জানায়, লেবানন থেকে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত যেতে হলে লেবাননের জেনারেল সিকিউরিটি অফিসে (আমলনামা) প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও জরিমানা দিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা একটি সময়সাপেক্ষ বিষয়।
বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবানন প্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবুকের মাধ্যমে অবহিত করা হবে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে যারা দূতাবাস নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের মধ্যে যাদের–ক. মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু আকামার মেয়াদ নেই অথবা আকামা সংগ্রহ করেনি।খ. মূল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদোত্তীর্ণ।গ. মূল পাসপোর্ট নেই, শুধু ফটোকপি আছে।ঘ. শুধু বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড আছে।ঙ. পাসপোর্ট বা আকামা বা বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড নেই, শুধু জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ আছে– এ ধরনের ব্যক্তিরা লেবাননে অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্প লাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, বৈরুত দূতাবাস থেকে দেশে ফিরতে আগ্রহী প্রথম দফায় ১১৯ জন প্রবাসীর তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এনআই/এসএসএইচ