লক্ষ্মীপুরে দুর্গাপূজা হবে ৭৮ মণ্ডপে

লক্ষ্মীপুরে দুর্গাপূজা হবে ৭৮ মণ্ডপে

লক্ষ্মীপুরে ৭৮টি মণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. মাজেদুল হক রেজা, জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, লক্ষ্মীপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় স্থায়ী-অস্থায়ী ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরিসহ সাজ-সজ্জার কাজ চলমান রয়েছে। মণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দুর্গাপূজায় সকল ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে জেলা প্রশাসনসহ আইন-শৃংখলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

হাসান মাহমুদ শাকিল/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *