রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুরের ক্ষুদ্র জামিরা এলাকায় র্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুরের ক্ষুদ্র জামিরা এলাকায় র্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-৫-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্যা জানানো হয়। অস্ত্রগুলো বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, র্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় অস্ত্রের সন্ধান পায়। এরপর সেখানে অপারেশন পরিচালনা করা হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি হাসুয়া, দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পরবর্তিতে আলামতসমূহ আরএমপির বেলপুকুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।
শাহিনুল আশিক/এএমকে