রাজবাড়ীতে মা ইলিশ শিকার করার অপরাধে নিষেধাজ্ঞার ১৯ দিনে ২১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
রাজবাড়ীতে মা ইলিশ শিকার করার অপরাধে নিষেধাজ্ঞার ১৯ দিনে ২১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে গতকাল ৩১ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে জেলার পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার অংশে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোট ২১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ৬০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া এই ১৯ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৬ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১ হাজার ৩৬৯ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জেলা পুলিশ, নৌ-পুলিশ, সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ